ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ১১ মামলার আসামিকে গুলি, কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
খুলনায় ১১ মামলার আসামিকে গুলি, কুপিয়ে হত্যা

খুলনা: পঙ্গু রাসেল (২৭) নামে ১১ মামলার এক আসামিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শেরেবাংলা রোডে আলকাতরা মিল এলাকায় রাসেল হত্যার শিকার হন।

তিনি শেরেবাংলা রোডের আমতলার মোড়ের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে পঙ্গু রাসেলের বুকের পাশে দুটি গুলি করে। পরে তার হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা রাসেলের সঙ্গে থাকা মো. সজিব (২৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৬) নামে দুই যুবককেও কুপিয়ে জখম করে।

তারা চলে গেলে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের পরীক্ষার পর রাসেলকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত পঙ্গু রাসেলের নামে মাদক, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।