ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপভ্যান জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
খিলগাঁওয়ে প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপভ্যান জব্দ

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করেছে খিলগাঁও থানা পুলিশ।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেলে রাজধানীর কারওয়ান বাজার পেট্রোবাংলা ভবনের সামনে অভিযান চালিয়ে পিকআপভ্যানটি জব্দ করা হয়।  

গত ৯ অক্টোবর রাতে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কনস্ট্রাকশন সল্যুশনস নামক একটি প্রতিষ্ঠানের গোডাউনে অজ্ঞাত ১৫/২০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে প্রতিষ্ঠানের কর্মচারীদের আগ্নেয়াস্ত্রের মুখে কন্টেইনারের ভেতর আটকে রেখে গোডাউনে থাকা নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে। পরে একটি পিকআপভ্যানে করে গোডাউনে থাকা প্রায় তেত্রিশ লাখ টাকার মালামাল, একটি মোটরসাইকেল ও ১৫টি মোবাইল ফোন নিয়ে যায়। গত ১৫ অক্টোবর রাতে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মো. রাসেল (৪৫) মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।  

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ ডাকাতির কাজে ব্যবহৃত সেই পিকআপভ্যানটি  খিলগাঁও থানা পুলিশ কর্তৃক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।