ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-না.গঞ্জ রুটে বাস ভাড়া কমানের দাবিতে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ঢাকা-না.গঞ্জ রুটে বাস ভাড়া কমানের দাবিতে মশাল মিছিল

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী এসি ও নন এসি বাসের ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফেরাম।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মশাল মিছিল বের করেন তারা।

শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন জানান, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমী ঘাট, পানাম রুটের সব বাস সিএনজি হলেও ডিজেলের হারে ভাড়া নিচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ভাড়া কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য নিঃশর্তে অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারি ৬৫ টাকা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।