ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৫ আ. লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৫ আ. লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউপি চেয়ারম্যান জাবেদ মোল্লাসহ পাঁচ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামিরা বিভিন্ন স্থানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালানো হয়। এসময় চন্দ্রদিঘলিয়া থেকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া থেকে পাটগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম এবং সদর উপ‌জেলার চর গোবরা থেকে গোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এস এম আল আমিন ও তার সহোদর সাদ্দাম শেখ এবং বিল্লাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়। এ সময় শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখে। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর বিকেলে নিহতের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।