ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আ. লীগের আমলে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আ. লীগের আমলে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল

বাগেরহাট: জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সব শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি।

এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশিদিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

রোববার (১০ নভেম্বর) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাগেরহাট জেলা বিএনপি সভাপতি প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, ওয়াহিদুল ইসলাম পল্টু, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, শেখ শমশের আলী মোহন, শেখ এসকেন্দার হোসেন, শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। পরে শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।