ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
নবীগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে আটকের পর কান ধরে উঠবস করিয়ে পুলিশে দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা নবীগঞ্জ শহর থেকে তাদের আটক করেন।

আটকরা হলেন- নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ (৫০) এবং নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার আওয়ামী লীগ নেতা গৌরমনি সরকার (৫৫)।

স্থানীয়রা জানান, রাজধানীর নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের কর্মসূচি ডাক দেওয়ার খবর প্রচার হলে বিএনপি, ছাত্রদল ও যুবদল কর্মীরা তাদের প্রতিহত করতে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে অবস্থান নেন এবং শোডাউন দেন।

দুপুরে গৌরমনি সরকার নতুন বাজার মোড়ে এলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। একইভাবে সন্ধ্যায় শাহ রিজভী আহমেদ খালেদকেও আটক করা হয়। আটকের পর তাদের কান ধরে উঠবস করিয়ে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে থাকা ছাত্রদল ও যুবদল নেতারা বলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হামলার চেষ্টা করলে স্থানীয় জনগণ ও ছাত্রজনতা দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে। পরে পুলিশে সোপর্দ করা হয়।

তবে আটক দুই আওয়ামী লীগ নেতার পরিবারের দাবি, তারা হামলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হননি। ব্যক্তিগত কাজে বাজারে গিয়েছিলেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের দুই নেতাকে ছাত্রদল-যুবদল নেতাকর্মী ও সাধারণ লোকজন আটক করে থানায় দিয়েছেন।

যোগাযোগ করা হলে হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান জানান, নবীগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা আছে। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।