ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী আটক

সিলেট: গোয়াইনঘাট সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশের করার সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝর্ণা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছা. রুবিনা আক্তার (৩২), রাজধানী ঢাকার নবাবগঞ্জ সূর্যখালী এলাকার দেলোয়ারের মেয়ে মোছা. লাবনী আক্তার (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকার খিলগাঁও থানাধীন উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছা. রুমি আক্তার (২৬)।

গণমাধ্যমে পাঠানো সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজিবি সূত্র জানায়, প্রতাপপুর সীমান্তের ১২৭২/১-এস পিলার সংলগ্ন মায়াবী ঝর্ণা দিয়ে মানব পাচারকারীচক্রের সহায়তায় আটক চার বাংলাদেশি নারী সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে বিজিবি প্রতাপপুর বিওপির টহলদলের কাছে হস্তান্তর করে।

আটক রুবিনা ও রুমি আক্তার বিউটি পার্লারে কাজ করতেন। মরিয়ম গৃহপরিচারিকার কাজ করতেন। লাবনী চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তাদের কারও পাসপোর্ট নেই। তারা সেখানে কাজ ও চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় মামলা করা হবে। তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।