ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপিতে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: কাজী মফিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
বিএনপিতে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না: কাজী মফিজ

নোয়াখালী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

 

এসময় অভিযোগ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তি প্রিয় মানুষ।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ গণ জমায়েত ও র‍্যালির আয়োজন করে।  

কাজী মফিজুর রহমান বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনার নির্দেশ দলের মধ্যে কোনো চাঁদাবাজ রাখবেন না। শুধু সেনবাগ নয় সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে, তাদের রেকর্ড আছে উনার কাছে। এমন অনেক সিনিয়র নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

তিনি আরও বলেন, সেনবাগের আপামর জনসাধারণ সেনবাগের আগামী দিনের প্রতিনিধির পরিবর্তন চায়। সেনবাগ বিএনপি অধ্যুষিত। এখানে কেউ অপকর্ম করে ছাড় পাবে না।  

এ সময় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ডা. সৈয়দ নজরুল ইসলাম ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।