ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জ শহরের যানজট নিরসনে যৌথ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
না.গঞ্জ শহরের যানজট নিরসনে যৌথ অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় চাষাঢ়াসহ শহর থেকে অবিলম্বে সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে বলে জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  নারায়ণগঞ্জের শহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, চাষাঢ়া মোড়ে যে বাস কাউন্টারগুলো আছে এই বাস কাউন্টারগুলোর জন্য যানজট সৃষ্টি হয়। আমরা আজ তাদের সতর্ক করে দিয়েছি এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে তারা বাস নিয়ে চলে যাবে। আর ট্রাকের জন্যেও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, আমরা চাষাঢ়ায় নো পার্কিং জোন মার্ক করে দিয়েছি। এখানে কেউ পার্ক করতে পারবে না। আমরা আজকেও এখানে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেছি। অবৈধ স্ট্যান্ড যতগুলোই থাকুক আমরা উচ্ছেদ করে দেব।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।