ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিল্পপতি জসিমকে হত্যার পর ৭ টুকরো করলেন কথিত প্রেমিকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
শিল্পপতি জসিমকে হত্যার পর ৭ টুকরো করলেন কথিত প্রেমিকা!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের স্বত্বাধিকারী শিল্পপতি জসিম উদ্দিন মাসুমের খণ্ডিত মরদেহ উদ্ধারের পর তার কথিত প্রেমিকা রুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, লাশ টুকরা করে গুমের চেষ্টার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রুমা হত্যা ও জসিমের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, বুধবার ফতুল্লার চাঁদ ডাইংয়ের স্বত্বাধিকারী শিল্পপতি জসিম উদ্দিন মাসুমের খণ্ডিত সাত টুকরা মরদেহ উদ্ধারের পর পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তদন্ত শুরু করেন। এরপর গুলশান থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে আমরা রুমার নাম জানতে পারি। রুমা তার কথিত প্রেমিকা। দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। তিনিই জসিমকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে গুমের চেষ্টা করছিলেন।

এসপি প্রত্যুষ কুমার মজুমদার আরও বলেন, আমরা লাশের টুকরা ও হত্যার কাজে ব্যবহৃত চাপাতি এবং জামার অংশ উদ্ধার করেছি। হত্যার ঘটনায় রুমাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মাসুমের মরদেহের ৭ টুকরা উদ্ধার হয়। তিনটি পলিথিন ব্যাগে দেহাংশগুলো পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।