ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

চুরি করতে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
চুরি করতে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর: সদর উপজেলার ভবানীগঞ্জে চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে তোলা হয়। এর আগে সকালে ভবানীগঞ্জের চরউভূতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী নারী বাদি হয়ে চারজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের সিঁদ কেটে মুখোশ পরে চার ব্যক্তি  তার কক্ষে ঢোকেন। ভুক্তভোগীকে জিম্মি করে আগন্তুকরা। পরে পালাক্রমে তাকে ধর্ষণ করে।

এক পর্যায়ে ভুক্তভোগী চিৎকার শুরু করেন। আশপাশ থেকে লোকজন ছুটে আসার সময় ওই চারজন ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী জানিয়েছেন, তার ঘরে ঢোকা চারজনের মধ্যে তিনি দুজনকে চিনতে পেরেছেন। বাকিদের চিনতে পারেননি তিনি। এ ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেছেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তারা চুরির উদ্দেশ্যে ওই নারীর ঘরে ঢুকেছিল। পরে পরিকল্পনা করে তাকে ধর্ষণ করে। এসব তথ্য গ্রেপ্তাররা পুলিশকে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।