ঢাকা: আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিৎ তাদের নেত্রী শেখ হাসিনাকে জবাবদিহি করা। তাকে প্রশ্ন করা উচিৎ, কেন তিনি পালিয়ে গেলেন।
এসব কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ১০০ দিনে গৃহীত কার্যক্রম ও অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার যারা নেতাকর্মী আছেন, তাদের পারসোনালি জবাবদিহি চাওয়া উচিত।
শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস করা নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, এগুলো যদি সত্যিই উনার কনভারসেশন হয়ে থাকে তাহলে দেশকে অস্থিতিশীল করা, ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, উত্তেজিত করা ও বিভ্রান্ত করার উদ্দেশে করা হয়।
আসিফ নজরুল বলেন, অনেস্টলি বলছি, সরকারের উপদেষ্টা হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে বলছি- আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করা উচিত আপনি আপনার পরিবার নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের প্রতিনিয়ত উসকানি-বিক্ষোভ করার জন্য? উসকানিমূলক ও সন্ত্রাসমূলক কাজ করার জন্য? এ ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কী? উনি (শেখ হাসিনা) ওনার ভাগ্নে-টাগ্নেদের সরকার পতনের দুই-তিনদিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন।
তিনি বলেন, উনার (শেখ হাসিনার) যারা নেতাকর্মী আছেন তাদের উচিত উনার পারসোনাল জবাবদিহি চাওয়া। আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী থেকে থাকেন তারা প্রত্যেকে বিপদে পড়ছেন। তাদের উচিত শেখ হাসিনাকে প্রশ্ন করা আমাদের কাউকে না জানিয়ে পালিয়ে গেলেন কেন?
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
জিসিজি/এমজে