ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আন্দোলনে নিহত সুমনের মরদেহ ১১২ দিন পর উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আন্দোলনে নিহত সুমনের মরদেহ ১১২ দিন পর উত্তোলন

মাগুরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সুমন শেখের মরদেহ দাফনের ১১২ দিন পর উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলায় বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদরাসা কবরস্থান থেকে সুমনের মরদেহ উত্তোলন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট মহম্মদপুর সদরে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ মারা যায়। ওইদিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।  

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেনের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

সুমন শেখ মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের কান্নু শেখের ছেলে। মামলার তদন্তের স্বার্থে আদালত সুমনের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান। এ মামলায় এখন পর্যন্ত ৭ জন নামীয় ও দুজনকে অজ্ঞাত নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।