নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে আটকের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেছেন ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের মণ্ডলপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ড়ে ট্রাক রেখে অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন সদর মডেল থানা পুলিশ।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, আমরা চেষ্টা করছি তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে। আমাদের থানায় কোনো আসামি গ্রেপ্তার নাই, শুনেছি ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু এটি সদর থানার এলাকাধীন তাই এখানে বিক্ষোভ অবরোধ না করতে বলা হয়েছে।
এদিকে ট্রাক ড্রাইভার মালিক সমিতির আহ্বায়ক সুজন মিয়া জানান, একজন ট্রাক ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের নেতাকে এভাবে ধরে নিয়ে হেনস্তা করা ঠিক হয়নি।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এমআরপি/এসআইএস