ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে এসপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার শ্রমিকদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
না.গঞ্জে এসপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার শ্রমিকদের

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাক ডাইভার মালিক সমিতির অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের মণ্ডলপাড়ায় অবরোধ করা সড়ক ছেড়ে দেন শ্রমিকরা।

একই সঙ্গে সড়কে থাকা ট্রাক সরিয়ে নেন তারা।

জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার শ্রমিকদের গ্রেপ্তার নেতার ব্যাপারে সুষ্ঠু তদন্ত এবং নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

এর আগে সকাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়কে ট্রাক রেখে সড়ক অবরোধ করেন ট্রাক ড্রাইভার মালিক সমিতির নেতাকর্মীরা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকররা (ওসি) নাসির বলেন, পুলিশ সুপার তাদের এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস এবং অভিযুক্ত নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না গ্রহণের আশ্বাস দেন। এরপর শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এরই মধ্যে আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শামীমকে হত্যা মামলায় গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।