ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুদক হতে হবে রাজনীতিক ও আমলাদের প্রভাবমুক্ত: ইফতেখারুজ্জামান

সিনিয়র করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
দুদক হতে হবে রাজনীতিক ও আমলাদের প্রভাবমুক্ত: ইফতেখারুজ্জামান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত মানববন্ধন | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনীতি ও আমলাতন্ত্রের প্রভাবমুক্ত স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সংস্কারের দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার (০৮ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে এক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে ইফতেখারুজ্জামান বলেন, রাজনীতিকরা দুর্নীতির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে দুদককে কব্জায় রাখতে চায়, যাতে তারা নিজেদের দুর্নীতি আড়াল করতে পারে। এজন্য তারা দুদক কমিশনার নিয়োগ প্রক্রিয়াও অকার্যকর ও নিয়ন্ত্রণে রাখে। তরুণ প্রজন্ম রক্ত দেওয়ার মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দিয়েছে, যা গত গত ৫০ বছর ধরে আমরা পারিনি।

তিনি বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এ সরকার দুদক সংস্কারের কাজ শুরু করেছে। এ সংস্কার এমন হতে হবে, যাতে রাজনীতিক বা আমলাদের প্রভাবমুক্ত থাকে।

ইফতেখারুজ্জামান বলেন, তরুণ প্রজন্ম আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। সেই দেখানো পথ ধরে নতুন বাংলাদেশ নির্মাণে দুর্নীতি ও শোষণমুক্ত সবার বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাই।

বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা ‘ওয়াচ ডগ’র ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিক ও আমলারা যাতে কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে, দুদক যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে।

মানববন্ধনে ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির কো-অর্ডিনেটর জাফর সাদিক। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের প্রকৃত চেতনার আলোকে রাষ্ট্র কাঠামের আমূল পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার, গণমাধ্যম ও তথ্য প্রকাশের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের নিশ্চয়তাসহ একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও আন্তর্জাতিক গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বির্নিমাণই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
জেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।