ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ২, মাইকিং করেও মেলেনি পরিচয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ২, মাইকিং করেও মেলেনি পরিচয়

ঢাকা: গাজীপুরের টঙ্গী এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে টঙ্গী রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এদের একজনের বয়স আনুমানিক ৩০ বছর, আর শিশুটির বয়স ছয় বছরের মতো হবে।

সোমবার রাতে টঙ্গীর বর্ণমালা রেল ক্রসিংয়ের ৩০০ গজ উত্তরের রেললাইনে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুইজনের মৃত্যু হয়।

গতকাল রাতেই মরদেহ দুটি পুলিশ হেফাজতে নেয়। নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

এরপর দুটি মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশের উদ্যোগে এলাকায় মাইকিং করা হয়। এই মাইকিংয়ের কারণে আশেপাশের লোকজন অনেকেই মরদেহ দেখে গেলেও শনাক্ত করতে পারেননি।  

পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলের দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত দুজনের পরিচয় শনাক্ত হলে তারা বাবা-ছেলে কি না বোঝা যাবে বলেও জানান ছোটন শর্মা।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।