গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পাশে এক যুকককে হত্যায় জড়িতরা ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। তবে এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তাজবির হোসেন শিহান (২৬) কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, তাজবির হোসেন শিহানের হত্যাকাণ্ডটি ছিনতাইকারীরা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার উত্তরায় একটি কল সেন্টারে চাকরি করতেন শিহান। ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে ৫ জন যুবক তাকে ধাওয়া করে। এক পর্যায়ে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এসে তাকে ধরে ফেলে। ধারালো অস্ত্র দিয়ে শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘটনার পর নিহতের বাবা তানভির হোসেন নান্নু মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শুক্রবার বিকেলে স্থানীয়রা একটি মানববন্ধন করেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আরএস/এমজেএফ