লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।
অভিযোগে ওই ছাত্রীর বাবা দাবি করেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন দীর্ঘ ৬/৭ মাস ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন।
হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা অহেতুক তাকে দোষারোপ করছেন। পারিবারিকভাবে তিনি রুহুল আমিনের পরিচিত কিন্তু এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। হয়রানি করতেই তাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী জানান, অপহরণের শিকার কলেজছাত্রীকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে। পাশাপাশি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ