গাজীপুর: শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস নামে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ও এর কর্মীরা সেখানকার আগুন নির্বাপণের চেষ্টা করছেন।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে আগুনের ঘটনাটি ঘটে বলে কারখানা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর কাছে থেকে জানা গেছে।
তারা জানিয়েছে, এম অ্যান্ড ইউ ট্রিমস বোতাম তৈরির কারখানার কেমিকেল গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। একই সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে জয়দেবপুর, শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এবং এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। এ সময় কারখানার গুদামে কেমিকেল ড্রাম বিস্ফোরণের কয়েকটি শব্দ হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএস/এমজে