দিনাজপুর: ‘সার বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগ বিএডিসির কর্মকর্তার বিরুদ্ধে’ শিরোনামে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলানিউজটোয়েন্টিফোরডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) শওকত আলীকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
নীতিমালা ভঙ্গ করে ডিলারদের হয়রানি, সার বিতরণে ঘুষসহ নানা অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া, দুর্বল শ্রেণির ডিলারদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে উৎকোচ আদায়, সার উত্তোলনের সময় বস্তা প্রতি অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম করায় শওকত আলীকে বদলি করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সংস্থাপন বিভাগের সচিব (উপসচিব) ড. কে. এম. মামুন উজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশ এ বদলি করা হয়।
আদেশে বলা হয় দিনাজপুর বিএডিসি (সার) যুগ্ম পরিচালক শওকত আলীকে রাজশাহী বিএডিসির (বীবি) যুগ্ম পরিচালক হিসেবে বদলি করা হলো। একইসঙ্গে রাজশাহীর বিএডিসির (বীবি) যুগ্ম পরিচালক মো. ফজলে রবকে দিনাজপুর বিএডিসির (সার) যুগ্ম পরিচালক (চলতি দায়িত্ব) প্রদান করা হলো।
সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী ডিলাররা।
সার উত্তোলনের সময় স্বাক্ষরের নামে ডিলারদের বিভিন্নভাবে হয়রানি, দুর্বল শ্রেণির ডিলারদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে উৎকোচ আদায়, প্রতিবার সার উত্তোলনের সময় প্রকারভেদে প্রতি সারের বস্তায় ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি টাকা আদায়, সার গুদামের সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ ছিল শওকত আলীর বিরুদ্ধে। বিভিন্ন মহলকে ম্যানেজ করে শওকত আলী এ ধরনের বেপরোয়া কার্যক্রম পরিচালনা করতেন।
এছাড়া কার্যালয়েই আলাদা কক্ষ বানিয়ে তাতে আসবাবপত্র রেখে রেস্টরুম হিসেবে ব্যবহার করতেন তিনি। বিষয়গুলো নিয়ে বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খানের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। এরপরই শওকত আলীকে বদলি করা হলো।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এমজে