ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয়তলায় আগুন লেগে তা ওপরের দিকে যায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সচিবালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমরা শুনেছি একসঙ্গে তিন-চার জায়গায় আগুন- এ বিষয়েও উপদেষ্টা বলেন, তিন থেকে চার জায়গায় না। আগুনটা ছয়তলায় লাগছে এবং সাত, আট ওপরের দিকে গেছে। নিচে আর আসতে পারেনি।
সচিবালয়ে ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সামনেই পড়বে ৭ নম্বর ভবন।
এই ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অংশ রয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমআইএইচ/এমএম