সিলেট: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়া নাগরিকের ছোড়া গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ মিয়া (১৬) উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের ভেতরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করেন।
এ সময় ভারতীয় খাসিয়াদের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে খাসিয়াদের একজন একনলা গাঁদা বন্দুক দিয়ে মারুফকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মারুফের সঙ্গীরা আহত অবস্থায় তাকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি দেন এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বাংলানিউজকে বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে কিশোর নিহতের ঘটনাটি জানতে পেরেছি। নিহতের মরদেহ স্বজনরা মেডিকেল থেকে গোপনে বাড়িতে যান। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এনইউ/এমজেএফ