ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা করার দাবি চালকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা করার দাবি চালকদের ছবি: শাকিল আহমেদ 

ঢাকা: বিআরটিএ-এর নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিক্সার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

 

পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে— 

১) ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিক্সা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে; 

২) ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিক্সা চালকদের নামে অনুমোদন দিতে হবে; 

৩) সিএনজি অটোরিক্সা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে; 

৪) আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে; 

৫) প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে; 

৬) পার্কিং-এর পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে; 

৭) লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিক্সা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩-এর শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, সদস্য সচিব মো. গোলাপ সিদ্দিক ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
ইএসএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।