ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সিরাজ সরদার (৫০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের মির্জা আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার শাহপুরের সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমিতে হাল চাষ করার জন্য ট্রাক্টর নিচের দিকে নামছিল। এ সময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারায় এবং কৃষকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক সিরাজ সরদারের মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পলাতক। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।