ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুর: ফরিদপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ ডিসেম্বর) ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।

পিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম মো. মিল্লাত চৌধুরী (৩১)। তিনি গেরদা গ্রামের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা জানায়, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মুটোফোনের সাথে যুক্ত ছিল। মুটোফোনে চোর দেখে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে চোরকে ধরে ফেলে। পরে এলাকার অন্তত ৫০/৬০ জন লোকের পিটুনি দেওয়ার ঘটনা ঘটে।

গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া বলেন, মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনীর শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গেরদায় এক চোরকে ধরে পিটুনী দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি মো. আসাদউজ্জামান আরও জানান, নিহত মিল্লাত চৌধুরী নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দায়ে দুটি সহ মোট তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।