ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকের চাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
মানিকগঞ্জে ট্রাকের চাপায় নারী নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া নামক স্থানে ট্রাকের চাপায় নাজমা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোয়ারিয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

জানা যায়, রোববার সন্ধ্যার পর পর নিজ বাড়ির উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রওনা হয় ফারুক-নাজমা দম্পতি। ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই নারী।

মোটরসাইকেলের থাকা স্বামী ফারুক হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

গোলড়া হাইওয়ে থানার সাব- ইন্সপেক্টর (এসআই) আনোয়ার হোসেন বলেন, রাত পৌনে ৯টার দিকে গোলড়া বাসস্ট্যান্ডের কাছাকাছি ট্রাকের চাপায় মোটরসাইকেল থাকা এক নারী আরোহী নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হযেছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।