ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আট এসপিকে বদলি, পুলিশ স্টাফ কলেজের রেক্টর হলেন তারিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
আট এসপিকে বদলি, পুলিশ স্টাফ কলেজের রেক্টর হলেন তারিক

ঢাকা: বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ রেক্টর হিসেবে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পদায়ন করেছে সরকার। এছাড়াও  আরও আট পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা আবু হাসান মুহম্মদ তারিক ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি হন। পরের মাসের ২ ফেব্রুয়ারি তিনি রাজশাহী পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপালের দায়িত্ব পান।  

প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক ছাড়াও আট পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।  

তারা হলেন-নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরে, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার করা হয়েছে।  

এছাড়া দিনাজপুরের এসপি হিসেবে পদায়ন করা জাকির হোসেনের বদলি আদেশ বাতিল, চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে আবু সায়েম প্রধানের আদেশ বাতিল এবং ডিএমপির ডিসি মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।