ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফেনসিডিল-গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
রাজধানীতে ফেনসিডিল-গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার  

ঢাকা: রাজধানীতে ৩৯৫ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলো: মো. আলফু মিয়া (৫৯) ও মো. বনি আমিন (৩৮)।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ রেলগেট ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ মিরপুর বিভাগ।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিষয় টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০ টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে বনি আমিনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তার হেফাজত থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭ লাখ ৯০ হাজার টাকা।

এছাড়াও ওই দিন রাত পোনে ১১ টার দিকে যাত্রাবাড়ীর রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে আলফু মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। এসময় তার কাছ থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ৭ লাখ ৯০ হাজার টাকা।

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।