ঢাকা: রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত কমিশনগুলোর প্রতিবেদন চলতি ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ কমিশন তা পারছে না। ফলে আরও কিছুদিন সময় চেয়ে নিয়েছেন কমিশন প্রধানরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে থাকা দুর্নীতি দমন সংস্কার কমিশন।
এছাড়া প্রতিবেদন দিতে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত সময় চেয়েছে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া ৭ জানুয়ারি প্রতিবেদন দেবে সংবিধান সংস্কার কমিশন।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
জিসিজি/এসআইএস