ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার যুবলীগ নেতা

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় জুলাই-আগস্টের মামলার আসামি যুবলীগ নেতা এস এম মাহবুব সোবহান বিদ্যুৎকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এস এম মাহবুব সোবহান বিদ্যুৎ বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে৷ তিনি সুঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, জুলাই-আগস্টের মামলার আসামি বিদ্যুৎকে সকাল সাড়ে ১০টায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে৷

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।