ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল (৪৪) নিজ অফিস কক্ষে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে।
যে কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে সেখানে দুটি চিরকুটও মিলেছে।
খবরের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হন সোহেল। এরপর নিজ অফিস কক্ষে তার ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পুলিশ আমাদের জানিয়েছে, তাদের প্রাথমিক ধারণা; সোহেল আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটির তদন্ত প্রয়োজন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে দুটি সুইসাইড নোট ও মোবাইলফোন পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেখানে কী লিখা, এখন তা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল ত্রিশালের চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাকৃবি শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
মোস্তাইন কবীর সোহেলের বাবা আব্দুল মতিন বলেন, ‘গত ১৬ ডিসেম্বর সোহেল বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল, কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনও ভাবিনি। ’
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এসআরএস