ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

লক্ষ্মীপুর: পাসপোর্ট গ্রহীতাদের হয়রানির অভিযোগে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুদক চাঁদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।

 

অভিযান চলাকালীন পরিচ্ছন্নতাকর্মী বাবর উল আলম পাসপোর্টের আবেদন জমা নেওয়ার কাজ করার তথ্য উঠে আসে।  

দুদকের সহকারী পরিচালক মো. আজগর হোসেন বলেন, লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে হলে দালালের মাধ্যমে না এলে হয়রানির শিকার হতে হয় এবং পাসপোর্ট পেতেও লম্বা সময় অপেক্ষা করতে হয়’- একজন সেবাগ্রহীতার এমন অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিস চত্বরের ভেতরে দালালের উপস্থিতি পাইনি। তবে প্রাথমিকভাবে দেখতে পেয়েছি, সেবাগ্রহীতারা খারাপ ব্যবহারের শিকার হচ্ছেন। এ বিষয়ে সহকারী পরিচালককে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  

তিনি বলেন, কোনো দালালের মাধ্যমে সেবাগ্রহীতাদের যেন আসতে না হয়, এখানে এসে যেন কেউ বলতে না পারেন যে, আমরা মাধ্যম হয়ে এসেছি, এ ধরনের একটি নির্দেশনা দিয়েছি। অভিযোগ রয়েছে দালালের মাধ্যমে যেসব আবেদন করা হয় তাতে সুনির্দিষ্ট কিছু চিহ্ন থাকে। কিন্তু আমরা বেশ কিছু আবেদন যাচাই করে তা পাইনি। তবে দুই একটা নোট পেয়েছি। তা নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ডিএসবি প্রতিবেদনের জন্য আবেদনগুলোতে নোট রাখা হয়েছে।  

পরিচ্ছন্নতাকর্মীর বিষয়ে দুদকের সহকারী পরিচালক বলেন, অফিসের আদেশ অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মী বাবর পাসপোর্ট আবেদনগুলো যাচাইয়ের কাজ করছেন। আমাদের ডকুমেন্ট দেখানো হয়েছে।  

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আবু সাঈদ বলেন, দুদক আমাদের কাছে তথ্য জানতে চেয়েছে। আমরা কীভাবে কাজ করছি, তা বলাও আমাদের দায়িত্ব। আমরা তাদের সবকিছু বলেছি। তারা আমাদের বলেছেন, সেবাগ্রহীতারা যেন হয়রানি না হয়, এজন্য আমাদের আন্তরিকভাবে কাজ করতে। আবেদনের কোনো কাগজপত্র ভুল থাকলে তা আমরা লিখে দেই। আবেদনকারীকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। লোকবল স্বল্পতার কারণে পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে বাড়তি কাজ করানো হয়। কাজটি জটিল না হওয়ায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।