সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার পাঁচজন মৌয়াল প্রায় আট মাস ধরে ভারতের কারাগারে বন্দি। তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শনিবার (১৮ জানুয়ারি) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ভারতে বন্দি মৌয়ালরা হলেন- শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নুর আলী বরকন্দাজের ছেলে মো. হাফিজুল ইসলাম, মৃত মেহের উদ্দীন গাজীর ছেলে মো. দিদারুল ইসলাম, রহমান মোড়লের ছেলে মো. ইসমাইল হোসেন, মৃত আবু দাউদ গাজীর ছেলে মো. হোসেন আলী ও নুর ইসলামের ছেলে মো. নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বন্দি দিদারুলের স্ত্রী রেহানা বেগম জানান, তার স্বামীসহ তাদের এলাকার পাঁচজন সুন্দরবনের মধু আহরণ করে জীবিকা নির্বাহ করেন। ২০২৪ সালের ১২ মে তারা কৈখালী ফরেস্ট অফিস থেকে পাশ (অনুমতি পত্র) নিয়ে ২০ মে সুন্দরবনে প্রবেশ করেন। তারা মধু আহরণে গিয়ে দিক ভুলে ভারতীয় অংশে প্রবেশ করেন। এরপর চারদিন পর অর্থাৎ ২৪ মে তারা ভারতীয় অংশের গপ্পুর নদীতে পৌঁছলে সেখানকার ভারতীয় বনরক্ষীরা তাদের আটক করে কারাগারে পাঠায়। খবরটি মুঠোফোনে তাদের ভারতীয় কোস্টাল থানা পুলিশ নিশ্চিত করে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হলেও আজও তাদের ফেরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, ভারতের কারাগারে বন্দি মৌয়ালদের জন্য তাদের পরিবারের সদস্যরা চিন্তিত। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা। অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমজে