রাঙামাটি: দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে নারী ও শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
বৃহস্পতিবার (২৩ জানুয়াার) বিকেলে রাঙামাটির শহীদ আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব ও বহিরাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব আরও বলেন, সমাজের সবচেয়ে পিছিয়ে আছে নারী ও শিশু। মাতৃত্বকালীন সময়ে মায়েরা চরম বৈষম্যর শিকার হয়। বর্তমানে শিশুর মৃত্যুর হার বেড়ে গেছে। মায়েদের পুষ্টিকর খাবার দিতে হবে। শিশুদের ১৮ বছরের আগে বিয়ে দেওয়া না দিতে পরামর্শ দেন তিনি। শিশুর যত্নে মায়ের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের দায়িত্ব পালন করার আহ্বান জানান সচিব।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে এসময় তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আলতাফ- উল- আলম, যুগ্ম সচিব রিয়াসাদ আল ওয়াসিফ, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম, শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদৌস বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
জেএইচ