ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

টিটকারির শিকার তরুণ প্রজন্মই খুনি হাসিনাকে তাড়িয়েছে: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
টিটকারির শিকার তরুণ প্রজন্মই খুনি হাসিনাকে তাড়িয়েছে: সারজিস আলম

পঞ্চগড়: একসময় যে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে টিটকারি করা হতো, সেই তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে তাড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সহযোদ্ধারা যখন আমার পাশে দাঁড়ায়, তখন আমরা এক থেকে অনেক হয়ে যাই।

পৃথিবীর কোনো পরাশক্তির সেই চোখ নেই যে, চোখ দিয়ে এ যোদ্ধাসহ আমাদের দিকে তাকায়।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের আয়োজনে জেলা স্টেডিয়ামে কনসার্ট ফর ইয়ূথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম কয়েকজন সমন্বয়ককে সঙ্গে নিয়ে আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আমাদের সবাইকে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকতে হয়েছে। যখনি আমাদের সুযোগ হয়েছে তখনি সেই শৃঙ্খলা ভেঙে আমরা বুক চিতিয়ে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি। আজকের এ কনসার্টে আমার সঙ্গে যে সহযোদ্ধারা আছেন। তারাই ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রত্যেকদিন ওই হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুখের সামনে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এ লড়াইয়ে। এর পরে ছাত্রলীগ থেকে পদত্যাগ দেওয়ার একটি হিড়িক শুরু হয়ে যায়। এরপর ধীরে ধীরে ১ থেকে ১৫ জুলাই, ১৫ জুলাই থেকে ৫ আগস্টে পরিণত হয়। তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে। এখন তারা নিজেদের সংশোধন করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়।

বক্তব্য শেষে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ আমন্ত্রিত অতিথি, স্থানীয় সমন্বয়ক ও দর্শকরা কনসার্টে নগর বাউল জেমসের গান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।