কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ (৪৫) কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ভাটিবরাটিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন আব্দুল মজিদ (৪৫)। এ সময় কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর এগারোসিন্দুর (প্রভাতী) ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার (আব্দুল মজিদ) মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
জেএইচ