ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শ্রমিকবাহী বাসে আগুন, আহত-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
গাজীপুরে শ্রমিকবাহী বাসে আগুন, আহত-৫

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোম বাজার এলাকায় শ্রমিকবাহী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

এসময় কমপক্ষে ৫জন আহত হয়েছে।

তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটেছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জের চরকা টেক্সটাইলের শ্রমিক নিয়ে একটি বাস গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় যাচ্ছিল। একপর্যায়ে বাসটি সোম বাজার এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ করে বাসে আগুন ধরে যায়। পরে তাড়াহুড়া করে নামতে গিয়ে ওই বাসে থাকা কমপক্ষে ৫জন শ্রমিক আহত হয়। এদিকে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের পৌঁছার আগেই বাসটি আগুনে পুড়ে যায়।  

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বক্কর জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নেভায়। তবে বাসের পুরো অংশ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ 
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।