ঢাকা: সিভিল প্রসিডিউর কোড (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ শীর্ষক প্রাথমিক খসড়ার ওপর মতামত আহ্বান করেছে আইন ও বিচার বিভাগ।
আগামী ৩ মার্চের মধ্যে [email protected] ঠিকানায় এ মতামত পাঠানো যাবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সিভিল প্রসিডিউর কোড ১৯০৮’ যুগোপযোগী করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগ কর্তৃক ‘সিভিল প্রসিডিউর কোড (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ শীর্ষক একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক খসড়া চূড়ান্তকরণে সর্বসাধারণের মতামতের জন্য প্রাথমিক খসড়াটি প্রকাশ করা হলো।
মতামত প্রদানের সুবিধার্থে ‘সিভিল প্রসিডিউর কোড সংশোধন অধ্যাদেশ ২০২৫’ এর প্রাথমিক খসড়া এবং এ সম্পর্কিত চিঠি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মার্চের মধ্যে [email protected] ঠিকানায় মতামত পাঠানো যাবে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
জিসিজি/আরআইএস