ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে আগুনে ঘর পুড়ে ছাই, শিশু সন্তান দগ্ধ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
নবাবগঞ্জে আগুনে ঘর পুড়ে ছাই, শিশু সন্তান দগ্ধ  প্রতীকী ছবি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আকাশ নামে এক অটোরিকশাচালকের ছাপড়া ঘরে আগুন লেগে আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। এসময় তার ঘরে ঘুমিয়ে থাকা দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান দগ্ধ হয়েছে।

 

বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

অটোরিকশাচালক আকাশের বড় বোন হেনা আক্তার জানান, বিকেল পৌনে ৩টার দিকে বাড়ির উঠানে বসে গল্প করছিলাম। ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান। ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়তে দেখে আমরা চিৎকার করি। চিৎকার শুনে এলাকাবাসী এসে শিশু আব্দুর রহমানকে দগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করে দোহার ফায়ার সার্ভিসে খবর দেয়।  

এদিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  

স্বজনরা দগ্ধ শিশু আব্দুর রহমানকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন।  

দোহার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. লিটন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

প্রতিবেশী আব্দুল জলিল জানান, অটোরিকশা চালিয়ে কোনো রকমে সংসার চালাতেন আকাশ। এই ছাপড়া ঘরটিই তার সম্বল ছিল। সহায় সম্বল হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। তার ওপর শিশু আব্দুর রহমান দগ্ধ হয়েছে। ওর চিকিৎসা ব্যয় কীভাবে বহন করবে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।