ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

আন্দোলন প্রত্যাহার বনানীতে যান চলাচল স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আন্দোলন প্রত্যাহার বনানীতে যান চলাচল স্বাভাবিক

ঢাকা: রাজধানীর বনানীতে গাড়িচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীদের বিক্ষোভে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এরপর ধীরে ধীরে বনানী ও মহাখালীসহ আশপাশের এলাকায় যান চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার, যাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন, ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার বলেন, শ্রমিক নেতারা আশ্বস্ত করেছেন যে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে। এছাড়া আমরা নিশ্চিত করেছি, দোষীদের আইনের আওতায় আনা হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে বনানীসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।