ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

রাঙামাটি ও বাঘাইছড়িতে ৫০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
রাঙামাটি ও বাঘাইছড়িতে ৫০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা

রাঙামাটি: রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র জমির উদ্দিনসহ ৫০ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।  

বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুর রহমান বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার পর তরিকুল ইসলাম সোহেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬/০৮/২০২২ তারিখে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা সদর মাঠে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের সমন্বয়ে সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেইদিন মামলার বাদীসহ দলীয় ২০০/২৫০ জন নেতাকর্মী জেলা বিএনপির নেতৃবৃন্দের আগমন উপলক্ষে উপজেলা সদর মাঠে জমায়েত হয়েছিল। ওইদিন সকালে অভিযুক্ত ব্যক্তিরা তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

মামলায় অভিযুক্ত অন্যান্যরা হলেন-  ওই উপজেলার আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মো. গিয়াস উদ্দিন আল মামুন (৬২), আ.লীগ নেতা আলী হোসেন (৬০), মো. কামাল হোসেন (৪৮), মো. ইকবাল হোসেন (৩৬), মো. হারুন (৫০), মো. আব্দুল গফুর সুবেল (৩২), মো. মামুনুর রশিদ (৩৪), মো. শামীম (২৮), মো. ইয়াছিন রানা (৩৬), মো. তরিকুল ইসলাম সোহেল (৩৭), মো.  ইমরান হোসেন (২৫), মো. ইউনুছ আলী (২৬), মো. আনোয়ার হোসেন বাপ্পী (৩৩), মো. আজগর আলী (৩৫), মো. আব্দুল জলিল ফাহিম (৩২), মো. ইমরুজ তামিম জিসান (২৮), মো. সাইফুল ইসলাম খান (২৬), মো. নাছির উদ্দিন (৪৫), মো. শহিদুল ইসলাম মিঠুসহ (৪০) আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ১০ মার্চ, ২০২৫
আর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।