ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
সোনারগাঁয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামিকে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

এর আগে মঙ্গলবার মুন্সিগঞ্জের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার আসামি হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মো. হালিম মিয়ার ছেলে মো. অয়ন (২২)। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে হাসপাতাল থেকে ফেরার পথে ভিকটিমকে সোনারগাঁ থানার চিলারবাগ এলাকায় সিএনজি থামিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে আসামিরা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।