ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সৈয়দপুরে বসুন্ধরার সেলাই মেশিন পেল ২০ অসচ্ছল নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
সৈয়দপুরে বসুন্ধরার সেলাই মেশিন পেল ২০ অসচ্ছল নারী

নীলফামারী: ইতি আকতারের (২৫) স্বামী শরীফ বাবুল একজন শারীরিক প্রতিবন্ধী। ওই দম্পতির ঘরে রয়েছে এক ছেলে, এক মেয়ে।

বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কালীরডাঙ্গা গ্রামে।  

ইতি আকতার অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। তার সামান্য আয়ে তিন বেলা ভরপেট খাবার জুটে না চার সদস্যের পরিবারটির। অর্ধাহার অনাহার তাদের নিত্য সঙ্গী। এমন দুরবস্থা নিরসনে নিজের একটা কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন ইতি আকতারের দীর্ঘদিনের। কর্মসংস্থান সৃষ্টির জন্য টাকা না থাকায় তা বাস্তবায়ন হয়নি। তার অধরা স্বপ্ন পূরণ করেছে বসুন্ধরা গ্রুপ।  

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাস প্রশিক্ষণ শেষে তাকে দেওয়া হয়েছে সেলাই মেশিন।  

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়া গ্রামে শিশু স্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে ওই সেলাই মেশিন দেওয়া হয়। সেখানে ইতি আকতারসহ মোট ২০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
মেশিন বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সৈয়দপুর শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তৃতা দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কালাম আজাদ, সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াৎ শাহ, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি মো. আমিরুজ্জামান প্রমুখ।  

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু।  

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মামুন, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, সদস্য ফরিদ মিয়া, আমিনুর রহমান, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, নিউজ টোয়েন্টিফোরের নীলফামারী প্রতিনিধি আব্দুর রশীদ শাহ, বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর শাখার সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম-সম্পাদক মুন্না দাস, সদস্য মাসুদ পারভেজ, প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।  

সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন অসচ্ছল নারীকে তিন মাসের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে এসব নারীর কর্মসংস্থান সৃষ্টিতে বসুন্ধরা গ্রুপ সেলাই মেশিন। সেলাই মেশিন পেয়ে খাদিজা, রানুফা, রাফিকা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তারা মনোবল ফিরে পেয়েছেন মনোবল। প্রত্যয় ব্যক্ত করেছেন সেলাই কাজের আয়ে পরিবারের সচ্ছলতা ফেরানোর। তারা বলেন, প্রশিক্ষণ পায়া সেলাই মেশিন পাইনু। এলা এই মেশিন দিয়া কাজ করি রোজগার  করির পামো। আশা করছি সংসার ভালোই চলবে।  

সেলাই মেশিন পেয়ে ইতির মনে ফিরেছে স্বস্তি, দেখছেন  নতুন করে বাঁচার স্বপ্ন। তিনি বলেন, ‘ফ্রিতে তিন মাস কাপড় সেলাই করা শিখনু। এখন নতুন সেলাই মেশিনও পানু। এই সেলাই মেশিন দিয়া মানুষের কাপড় সেলাই করি আয় রোজগার করিম। এইটা মেশিন দিয়া পঙ্গু স্বামী আর ছেলে মেয়ের দুই বেলার খাবার জুটাইম’।  

তিনি বসুন্ধরার গ্রুপের মালিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।