নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় এক বিএনপি নেতা ও দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে আড়াইহাজার থানা পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে বিএনপি নেতা আহসান হাবিব, ব্যবসায়ী আ. হেকিম ও মজিবুল্লাহর বাড়িতে ঘটনাটি ঘটে।
দেশিয় অস্ত্রসজ্জিত ১৮-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল বিএনপি নেতা-ব্যবসায়ীদের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
বিএনপি নেতা আহসান হাবিব জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈইলারকান্দি এলাকায় তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একতলা ভবনের কেঁচি গেটের তালা ভেঙে প্রবেশ করে ও ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ভয়ভীতি দেখিয়ে নগদ ৪০ হাজার টাকা এবং ৭/৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এরপর ডাকাত দল ব্যবসায়ী আব্দুল হেকিম ভূঁইয়ার (৫৩) বাড়িতে ঢুকে নগদ ৪৫/৫০ হাজার টাকা ও ৪/৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
সবশেষে ডাকাতদল মজিবুল্লাহর বাড়িতে ঢুকে নগদ ১০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এমআরপি/এমজে