পাবনা: আজ মঙ্গলবার দেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ ও ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগের প্রশাসনিক কার্যক্রম পৃথকভাবে শুরু হয়েছে।
গত ২৫শে জানুয়ারি রংপুরকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করার পর আজই দুটি বিভাগ পৃথক কার্যক্রম শুরু করলো।
বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে গঠিত রংপুর বিভাগের জেলাগুলো হচ্ছে রংপুর, কুড়িগ্রাম,গাইবান্ধা, নিলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনির হাট।
রাজশাহী বিভাগের আওতাভুক্ত রয়েছে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনওয়াবগঞ্জ।
অবিভক্ত রাজশাহী বিভাগের ১৬ জেলার শেষ সভা গতকাল সোমবার পাবনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী বিভাগের ১৬ জেলার বিগত দিনের উন্নয়ন মূলক কর্মকান্ডের সার্বিক মূল্যায়ন এবং কার্যক্রম পৃথক হওয়ার বিষয়ে আলোচনা হয়। এতে অংশ নেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও সচিবরা।
সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর হাফিজুর রহমান ভুঁঞা সততা, নিষ্ঠা ও দতার সঙ্গে সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের আহবান জানান।
বিস্তারিত আসছে....
বাংলাদেশ সময় ১০৪৫ ঘণ্টা, জুন ১, ২০১০
প্রতিনিধি/এমএমকে/জেএম