রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে এক উপ-পরিদর্শক (এসআই), ৩ পিএসআই ও এক কনস্টেবল রয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের শ্যামসুন্দর পুর গ্রামের পুঁইজোর ইট ভাটার কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, এসআই খোরশেদ আলম (৪৩), পিএসআই মামুন মাতব্বর (২৮), মনিরুল ইসলাম (২৯), জাকির হোসেন ও কনস্টেবল রফিকুল ইসলাম (৪৫)। এরা সবাই জেলার পাংশা থানায় কর্মরত।
আহত এসআই খোরশেদ আলম জানান, ইজিবাইকে করে তারা একটি অপমৃত্যু মামলার তদন্ত করতে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় একটি নসিমনকে সাইড দিতে গেলে হটাৎ করে একটি মোটরসাইকেল সজোড়ে তাদের ইজিবাইকের উপর আছরে পড়ে। এসময় ইজিবাইকটি রাস্তার পাশের খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আহতদের সদর হাসপাতালে দেখতে যান এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসক ডা. জুবায়ের ইবনে জায়েদ জানান, আহতরা আশঙ্কামুক্ত। তবে পিএসআই মনিরুল ইসলামের বাম হাতের আঘাত গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হতে পারে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪