ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পিস্তল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বেনাপোলে পিস্তল উদ্ধার ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর সংলগ্ন সাদিপুর নাপিতবাড়ি এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে পিস্তলটি উদ্ধার করা হয়।



বিজিবি জানায়, ভোরে সাদিপুর নাপিতবাড়ি সীমান্ত এলাকা দিয়ে এক যুবক ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। টের পেয়ে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি প্যাকেট ফেলে রেখে পালিয়ে যান। পরে প্যাকেটটি উদ্ধার করে তার ভেতরে পিস্তল পাওয়া যায়।

উদ্ধারকৃত পিস্তলটি পরে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও সূত্রটি জানায়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।