ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‌্যাব কর্মকর্তাসসহ ৬জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
র‌্যাব কর্মকর্তাসসহ ৬জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ঢাকা জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন।

মামলা নং ৪১।

মামলায় আনিসুর রহমান ছাড়াও অপর ৫ জন আসামি হলেন, জমির কথিত খরিদদার জিনাত আরা পারভীন, মহিউদ্দিন, মোহাম্মদ আলী হোসেন, হুমায়ুন মোল্লা এবং সার্ভেয়ার সমর চন্দ্র সূত্রধর।

এজাহার সূত্রে জানা গেছে, আনিসুর রহমান রাজধানীর কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে ৮ শতক অর্পিত সম্পত্তি ব্যক্তিমালিকানায় ছেড়ে দেন। রাজধানীর ওয়ারী এলাকার ৭০, বিসিসি রোডের ১৫২৮ নম্বর দাগের এ সম্পত্তির আদি মালিক যশোদা লালবাগ রায়। ১৯৪৭ সালের পর তিনি ভারত চলে গেলে আইনানুসারে সম্পত্তিটি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হয়।

কিন্তু ১ কোটি ১০ লাখ টাকা মূল্য ধার্য করে ২০১৩ সালের ২১ জুলাই ২৭৬৩ নম্বর দলিলমূলে জিনাত আরা পারভীন এ সম্পত্তির মালিকানা দাবি করেন।

তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ সম্পত্তির নামজারি করেন। বিষয়টি অভিযোগ আকারে এলে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দীর্ঘ অনুসন্ধানে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় দুদক মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।