ঢাকা: প্রযুক্তিগত দিক থেকে র্যাবের আরো আধুনিকায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন, র্যাবের বিদায়ী মহাপরিচালক মোখলেছুর রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াই টায় র্যাব সদর দপ্তরে বিদায় বেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, র্যাবের বর্তমান যে প্রযুক্তি রয়েছে সেটিকে আরও আধুনিক করা হলে র্যাব দৃঢ়তার সাথে এগিয়ে যাবে। পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন হবে। এছাড়া মাদক ও অস্ত্র উদ্ধারসহ মামলা তদন্তের ক্ষেত্রে র্যাব আরও সফল ভাবে কাজ করতে পারবে বলে মনে করেন মোখলেছুর রহমান।
এ সময় তিনি বলেন, র্যাব আন্তরিকতার সঙ্গেই সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে। এ তদন্তের বিষয়ে কোন ঘাটতি ছিলনা। পৃথিবীর কোন দেশ নাই যেখানে মামলা তদন্তের ক্ষেত্রে শতভাগ সফল হয়।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, র্যাবের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়নি বরং বেড়েছে।
মোখলেছুর রহমান আরো বলেন, মাত্র ১১ হাজার সদস্য নিয়ে এগিয়ে যাচ্ছে র্যাব। অন্যান্য বাহিনীর সঙ্গে র্যাবের কোনো দূরত্ব নেই বলেও জানান, মোখলেছুর রহমান।
বিদায়ী এ মহাপরিচালক জানান, তিনি প্রায় চার বছর র্যাবের মহাপরিচালক ছিলেন। তার সময়কালে র্যাবকে সফলভাবে এগিয়ে নিতে চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
** পুলিশের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা